সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন জয়মাল্য বাগচী। সোমবার সুপ্রিম কোর্টে তাঁর নিয়োগে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে বিচারপতি জয়মাল্য বাগচীকে নিযুক্ত করেছেন।
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সমাজ মাধ্যমে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীর নাম সুপারিশ করেছিল দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে। সেই নামে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।