27 C
Kolkata
August 2, 2025
রাজ্য

বঙ্গোপসাগরে 5.1 মাত্রার ভূমিকম্প

SYMBOLIC IMAGES

মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরে রিখটার স্কেলে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

এনসিএসের মতে, ভূমিকম্পটি সকাল 6:10 এ 91 কিলোমিটার গভীরে ঘটেছিল। এনসিএস জানিয়েছে, ‘এম এর ইক্যুঃ 5.1, অনঃ 25/02/2025.06:10:25 ভারতীয় সময়, ল্যাটঃ 19.52 উত্তর, দৈর্ঘ্যঃ 88.55 পূর্ব, গভীরতাঃ 91 কিলোমিটার, অবস্থানঃ বঙ্গোপসাগর।

Related posts

Leave a Comment