মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরে রিখটার স্কেলে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
এনসিএসের মতে, ভূমিকম্পটি সকাল 6:10 এ 91 কিলোমিটার গভীরে ঘটেছিল। এনসিএস জানিয়েছে, ‘এম এর ইক্যুঃ 5.1, অনঃ 25/02/2025.06:10:25 ভারতীয় সময়, ল্যাটঃ 19.52 উত্তর, দৈর্ঘ্যঃ 88.55 পূর্ব, গভীরতাঃ 91 কিলোমিটার, অবস্থানঃ বঙ্গোপসাগর।
next post