28 C
Kolkata
April 6, 2025
দেশ

গাড়ির ‘সিএফ’ খরচ কমানোর আর্জি বেসরকারি পরিবহণ সংগঠনের

প্রতীকী চিত্র

পুরনো বাণিজ্যিক গাড়ির সার্টিফিকেট অফ ফিটনেস করাতে গিয়ে সিঁদুরে মেঘ দেখছে বেসরকারি পরিবহণ পরিষেবা। কেন্দ্রীয় পূর্ত পরিবহণ ও সড়ক মন্ত্রকের তরফে দেশের নিয়মবিধির খসড়া বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, ২০ বছরের ঊর্ধ্বে থাকা গাড়িগুলির ‘সিএফ’ করাতে গিয়ে গুনতে হবে বিশাল অঙ্কের টাকা।

নতুন প্রস্তাবে কেন্দ্রীয় পূর্ত সড়ক ও পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ২০ বছরের ঊর্ধ্বে থাকা বাণিজ্যিক যানবাহনগুলির ক্ষেত্রে এবার থেকে ‘সিএফ’ পেতে ৩৬ হাজার টাকা ব্যয় করতে হবে, সঙ্গে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। অর্থাৎ, গাড়িপিছু প্রতি বছর গুনতে হবে ৪২ হাজার ৪৮০ টাকা।

তাই এই বিষয়টি পুনর্বিবেচনা করুক কেন্দ্র সরকার। বেসরকারি পরিবহণ সংগঠন ‘অল ইন্ডিয়া মোটর ট্রান্সপোর্ট কংগ্রেস’ এ বিষয়ে নিজেদের কড়া অবস্থানের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকারকে।

Related posts

Leave a Comment