সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সমাজ মাধ্যমের অ্যাকাউন্টগুলি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীদের হাতে তুলে দেবেন। ‘মন কি বাত’-এর ১১৯তম পর্বে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী জানিয়েছেন, তাঁর সমাজ মাধ্যম অ্যাকাউন্টগুলিতে এই সাফল্য অর্জনকারী মহিলারা তাঁদের কাজ ও অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে শেয়ার করবেন। আন্তর্জাতিক নারী দিবসে এই বিশেষ উদ্যোগ নেবেন তিনি। আগামী ৮ মার্চ নিজের সমাজ মাধ্যম অ্যাকাউন্ট অর্থাৎ এক্স হ্যান্ডল ও ইনস্টাগ্রাম দেশের সফল নারীদের হাতে তুলে দেবেন।