October 31, 2025
দেশ

দ্বিতীয় ও তৃতীয় দফায় শিকল মুক্ত হয়ে ফিরেছেন অবৈধবাসী ভারতীয়রা

ফাইল চিত্র

অবশেষে বিতর্কের কিছুটা অবসান। প্রথম দফায় আমেরিকা অবৈধ অভিবাসী ভারতীয়দের শিকল পরিয়ে দেশে ফেরালেও গত ১৫ ও ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় দফায় শিশু ও মহিলারা শিকল মুক্ত হয়ে ফিরেছেন। শুক্রবার এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘ভারতীয়দের শিকল পরিয়ে ফেরানোর ঘটনায় আমরা মার্কিন প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলাম। আমাদের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, যাঁদের ফেরানো হচ্ছে, তাঁদের প্রতি মানবিক আচরণ করা হোক। তাঁদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান দেওয়া হোক। আমরা যতদূর জানি, এরপর ১৫ ও ১৬ ফেব্রুয়ারি যে দুটি মার্কিন বিমানে ভারতীয়দের ফেরানো হয়েছে, সেখানে মহিলা ও শিশুদের সঙ্গে কোনও দুর্ব্যবহার করা হয়নি। কোনও শিকল পরানো হয়নি।’

প্রসঙ্গত প্রথম দফায় যে ১০৪ জনকে আমেরিকা ভারতে ফেরত পাঠিয়েছিল, সেখানে শুধু পুরুষদেরই নয়, শিশু ও মহিলাদেরও চেন দিয়ে বেঁধে বিমানে তোলা হয়। যা নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। এরই মধ্যে আমেরিকা সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকেই আশা করেছিলেন মোদী-ট্রাম্প সাক্ষাতে বিষয়টির একটি সমাধানসূত্র বেরবে। ভারতীয়দের অসম্মানজনকভাবে শিকল পরিয়ে দেশে ফেরানো হবে না। অবশেষে মোদী ম্যাজিক কিছুটা হলেও কার্যকরী হয়েছে। এবার পুরুষদের শিকল পরালেও শিশু ও মহিলাদের মুক্ত রাখা হয়েছে।

Related posts

Leave a Comment