দীর্ঘদিন ধরেই সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে পারছে না প্রস্তুতকারী সংস্থা হ্যাল। আর তা নিয়ে বিরক্ত ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ। মঙ্গলবার ব্যাঙ্গালোরের এই সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এদিন এপি সিং বলেন, ‘হ্যালের উপর আর তাঁদের আস্থা নেই।’
এরপরেই ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা হ্যাল। বুধবার এব্যাপারে একটি এক বিবৃতি দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। সেই বিবৃতিতে জানিয়েছে, ঢিলেমির জন্য নয়, প্রযুক্তিগত সমস্যার কারণেই সময়মতো তেজস যুদ্ধবিমান সরবরাহ করতে পারেনি তারা। তবে ইতিমধ্যেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। খুব দ্রুত তারা ভারতীয় বিমান বাহিনীকে তেজস সরবরাহ করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছে।