আজ সকাল থেকে হুগলীর ত্রিবেনীতে কুম্ভের গঙ্গায় পূন্যস্নানে হাজার হাজার মানুষ ।
ত্রিবেনী কুম্ভমেলার চতুর্থ বর্ষে।প্রায় সাতশ বছর আগে হুগলির ত্রিবেনীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ বসত বলে জনশ্রুতি।গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেনী সঙ্গমে মিলিত হতেন মাঘি পূর্নিমায়। সেখানে একদিনের কুম্ভ হত, যাকে অনুকুম্ভ বলা হয়। ত্রিবেনীতে এই দিন বহু মানুষের সমাগম হয়। যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা রয়েছে।
previous post