দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশু-সহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকসার মেলা থেকে রাজারহাট ফেরার পথে একটি অটোর সঙ্গে একটি প্রাইভেট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় অটোতে থাকা যাত্রীদের মধ্যে শিশু-সহ ১০ জন গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ ও চন্দনেশ্বর থানার পুলিশ। ঘটনা সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে প্রশাসন। তবে স্থানীয় সূত্রটা জানা যায়, প্রাইভেট গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং অটোটিকে সজোরে ধাক্কা মারেন।