মুজিবুর রহমানের বাড়িতে রাতভর চালানো হয় বেলাগাম তান্ডব। ভাঙচু্র ও অগ্নিসংযোগ ছাড়াও বুলডোজার এনে বাড়িটি গুঁড়িয়ে দিতে চালানো হয় ধ্বংসাত্মক কার্যকলাপ। ঐতিহাসিক এই ভবনকে এভাবে ধূলিসাত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ভারতের বিবৃতিতে বলা হয়, ‘সেই স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের পরিচিতি ও গর্বকে লালন করেছিল। যাঁরাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল!’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে বিবৃতিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ দখল এবং শোষণের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক যিনি, সেই শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ধ্বংস হয়েছে ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে। এটি দুর্ভাগ্যজনক।’