November 1, 2025
দেশ

জম্মু ও কাশ্মীরে কোয়ারান্টাইনে ২৩০জম্মু ও কাশ্মীরে

ফাইল চিত্র

অসুস্থতা এবং তার জেরে রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনার জেরে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে কোয়ারান্টাইনে রাখা হয়েছে ২৩০ জনকে। ছুটি বাতিল করা হয়েছে রাজৌরি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে, উদ্বিগ্ন কেন্দ্রও।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ আগেই জানিয়েছিলেন, কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়, বিষক্রিয়ার কারণেই রাজৌরিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। গবেষণাগারে নমুনা পরীক্ষার পর প্রাথমিক ভাবে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

গত দেড় মাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রথমে জ্বর, তার পর বমি। তার পরই অচৈতন্য হয়ে মৃত্যু হয় গ্রামবাসীদের। কয়েক দিন ধরে এই ধরনের উপসর্গ থাকার পর মৃত্যু হচ্ছে তাঁদের।

গত প্রায় ২ মাস ধরে অজানা জ্বরের আতঙ্ক ক্রমেই ‍বাড়ছে একের পর এক মৃত্যুর খ‍বর সামনে আসতেই নড়েচড়ে ‍বসে প্রশাসন। মৃত্যুর পিছনে কোনও সংক্রমণ নয়, রয়েছে রহস্যময় গ্যাস, এমন প্রশ্ন ওঠে।

Related posts

Leave a Comment