ঢাকা: ভোট নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সম্পর্ক উত্তপ্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতীয় দিবসের ভাষণে জানিয়েছিলেন চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের গোড়ায় বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা সম্ভব। কিন্তু ইউনূস সরকারের এই ঘোষণায় বিন্দুমাত্র সহমত নয় বিএনপি।
বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, ‘আমরা চলতি বছরের শেষ বা আগামী বছর নয় এ বছরের বছরের জুলাই-অগস্টের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচনের আয়োজনের পক্ষে।’বর্তমানে বিএনপির যাবতীয় ক্ষমতা পরোক্ষভাবে মহাসচিব ফখরুলের হাতেই। কারণ চেয়ারপার্সন খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই অসুস্থ। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তাঁর ছেলে তথা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দীর্ঘ দিনই বিদেশে।