বার্লিন– বাজি ফাটানো নিষিদ্ধ হলেও সেই নিষেধকে অমান্য করে গোটা দেশ জুড়ে বাজি ফাটিয়ে নতুন বছর উদযাপনে মাতলো বেপরোয়া আমজনতা। ফলে বড়সড় দুর্ঘটনা জার্মানিতে। বাজি বিস্ফোরণে মৃত্য হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত হয়েছেন অনেকে। দুর্ঘটনার পর বাজি উদ্ধার এবং রাস্তায় জনতার উচ্ছৃঙ্খলতা রুখতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশকর্মীরা। মোট ১৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩৩০ জনকে।
জার্মানিতে নববর্ষ উদযাপনে আতসবাজির ব্যবহার একটি পুরনো প্রথা। কিন্তু এই বাজি ব্যবহারে প্রতিবছর অনেক মানুষ আহত হয়। পাশাপাশি বায়ু ও শব্দদূষণ নিয়েও প্রশ্ন তোলেন পরিবেশবিদরা। এই কারণে আতসবাজি নিষিদ্ধ করা হয় জার্মানিতে।
জার্মান পুলিশ জানাচ্ছে, নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার পাডারবোর্ন এলাকায় ২৪ বছরের যুবকের মৃত্যু হয়েছে আতসবাজি বিস্ফোরণে। স্যাক্সনি অঞ্চলের ওসচাটজে ৪৫ বছর বয়সি এক ব্যক্তি ‘পাইরোটেকনিক বোমা’ ফাটানোর সময় মারা যান। একই অঞ্চলের হার্থা শহরে ৫০ বছর বয়সি ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তরের হামবুর্গের কাছে ২০ বছর বয়সী এক যুবক আতশবাজি জ্বালানোর সময় প্রাণ হারান। পাশাপাশি বার্লিনের নিকটবর্তী ক্রেমেনে আরেক ব্যক্তি পাইরোটেকনিক্স বাজি ফাটাতে গিয়ে মারা যান।