শিলিগুড়ি:মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কমছে না আলুর দাম।দাম নিয়ন্ত্রনে আনতে টাস্ক ফোর্স এর সাথে বৈঠক সারলেন মেয়র।বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া।পেঁয়াজ থেকে রসুন সবকিছুর দামই ঊর্ধমুখী।বাদ নেই আলুও।এক কথায় বলতে গেলে আলু কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।আজ থেকে কয়েকদিন আগে যেই জ্যোতি আলু বাজারে ৩০থেকে ৩৫টাকায় বিক্রি হচ্ছিলো তা এখন একেবারেই ৫০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে বাজারে।শুধু তাই নয় সবজির দামও রয়েছে অনেকটাই বেশি।এই নিয়ে ইতিমধ্যে সবজির দাম কমাতে হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু তার হুশিয়ারিতেও কমছে না আলুর দাম সহ সবজির দাম।যে কারণেই এই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলিও। এরই মাঝে শনিবার শিলিগুড়ি পৌরনিগমের প্রধান সভাকক্ষে এক বিশেষ বৈঠক করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।মূলত টাস্ক ফোর্স এর সাথে এই বৈঠকে আলোচনা করা হয় সবজির দামের পাশাপাশি আলুর দাম কিভাবে কমানো সম্ভব।অপরদিকে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায় সমিতির সভাপতি পরিমল মিত্র,শিলিগুড়ি পৌরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও এমআইসি থেকে শুরু করে বেশ কিছু দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।বৈঠক শেষে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান যে শিলিগুড়ির বিভিন্ন বাজারে বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলবে এবং যথাসম্ভব দাম কমানোর চেষ্টা করা হবে।আগামী কাল থেকেই বিভিন্ন বাজারে বাজারে জ্যোতি আলু ৩২টাকা কিলো কেজি দরে বিক্রি করানো হবে।এছাড়াও সবজির দাম নিয়ন্ত্রণেও নজর রাখবে টাস্ক ফোর্স।