April 7, 2025
রাজ্য

কলেজ ছাত্রী মোবাইল হাতিয়ে নিল চোর চলন্ত বাসে হইচই কান্ড

চোরের দাদাগিরিতে অতিষ্ঠ।এবার চোর চলন্ত বাস থেকে কলেজ ছাত্রীর মোবাইল চুরির এর মতো ঘটনা ঘটলো।ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত ঢালাই ব্রীজ এলাকায়। নিউটাউনের কলেজ থেকে বাসে করে ঢালাই ব্রীজের কাছে ছাত্রীর মোবাইল চুরি হয়ে যায়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছ ঐ ছাত্রী । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এইভাবে চলন্তবাসে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Related posts

Leave a Comment