আর হাতেগোনা কয়েকদিন। তারপরেই রয়েছে আলোর উৎসব দীপাবলি ও শ্যামা পুজো। সাধারণত এই সময় রংবেরঙের মোমবাতি দেখতে পাওয়া যায় বিভিন্ন বাজারগুলিতে। আলোর উৎসব দীপাবলি ও শ্যামা পুজোতে মোমবাতির চাহিদা অত্যন্ত বেশি থাকে। এবারও ধীরে ধীরে চাহিদা বাড়ছে। দোকানদাররা আশা রাখছেন কালী পুজো ও দীপাবলীর সময় মোমবাতির চাহিদা আরও বেড়ে যাবে।
কালী পুজো ও দীপাবলীর সময় মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে গৃহস্থ বাড়ি থেকে সড়ক। মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে বিভিন্ন এলাকা। শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে রংবেরঙের মোমবাতি বিক্রি করছেন বিক্রেতারা। শিলিগুড়ির বিধান মার্কেটে এরকমই একটি দোকানে দেখা গেল এলইডি মোমবাতি।
এলইডি মোমবাতিগুলি এক কথায় দুর্দান্ত। ব্যাটারি দিয়ে জ্বলে এই মোমবাতি গুলি। কুড়ি টাকা থেকে দাম শুরু তারপর ২০০ আড়াইশো পর্যন্ত দাম রয়েছে। দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এ প্রসঙ্গে বিক্রেতা জানিয়েছেন, মোটামুটি ভালই বিক্রি হচ্ছে। আশা রাখছেন, কালীপুজোর সময় আরও বিক্রি বাড়বে। দোকান ঘিরে ক্রেতাদের জমায়েত লক্ষ্য করার মতো।
