December 27, 2024
রাজ্য

মাদ্রাসা বোর্ড আলিম পরীক্ষা: হুগলি থেকে তৃতীয় স্থান অধিকার করেছে হুগলির ছেলে

মাদ্রাসা বোর্ড আলিম পরীক্ষায়, ইমরান মন্ডল 900 এর মধ্যে মোট 836 নম্বর নিয়ে রাজ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। ইমরান, ডানকুনির বাসিন্দা এবং হরিপাল ইসলাম নগর NUS সিনিয়র মাদ্রাসার ছাত্র।
ইমরান বলেন, আমার বাবা-মা এবং শিক্ষকদের নির্দেশনা আমাকে আমার পড়াশোনায় অনেক সাহায্য করেছে। এরপর আরবি ভাষায় আলিমের জন্য এগিয়ে যাব।

Related posts

Leave a Comment