April 16, 2025
টিভি-ও-সিনেমা রাজ্য

অসীম কুমার সরকারের সমর্থনে মিঠুনের ভোট প্রচার

সংবাদ কলকাতা, ২৮ এপ্রিল: বর্ধমান পূর্বের বিজেপির কবিয়াল প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে কালনার ধাত্রীগ্রাম ফুটবল ময়দানে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী। ছোট মার্জিনে নয়, বড় মার্জিনে প্রার্থীকে জেতানোর জন্য এদিন তিনি আবেদন রাখলেন। শুধু তাই নয়, প্রার্থীকে দাদা বলে সম্বোধন করে মিঠুনের দাবি, অসীমদার মতো ট্যালেন্টেড আর্টিস্ট ভারতবর্ষে আছেন কিনা আমার সন্দেহ। পশ্চিমবাংলা ছেড়ে দিন। সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি। কথায় কথায় ডায়ালগ ও গানে এদিন কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেন। এছাড়াও বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বলেই এদিন তিনি মন্তব্য করেন। উদাহরণ হিসেবে সিএএ-র প্রসঙ্গ তুলে ধরে মিঠুন জানান, সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। নাগরিকত্ব দেওয়ার আইন।

Related posts

Leave a Comment