22 C
Kolkata
December 25, 2024
রাজ্য

পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভগ্নিপতির, গুরুতর জখম অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বোন

রাঁচি, ২১ এপ্রিল: পথ দুর্ঘটনায় মৃত্যু হল অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর ভগ্নিপতির। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তাঁর বোন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধানবাদের জিটি রোডে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, গতকাল শনিবার বিকেলে বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠীর বোন সবিতা তেওয়ারি ও তাঁর ভগ্নিপতি রাকেশ তেওয়ারি। তাঁর ভগ্নিপতি গাড়িটি চালাচ্ছিলেন। তিনি রেলে কর্মরত ছিলেন। তাঁর পোস্টিং ছিল চিত্তরঞ্জনে। এদিন তাঁর যাত্রাপথে ধানবাদে কলকাতা-দিল্লি ২ নম্বর জাতীয় সড়কে একটি ডিভাইডারের কাছে সজোরে ধাক্কা মারে। নিরসা বাজারের কাছে এই দুর্ঘটনায় গাড়িটি পাল্টি খায়। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অভিনেতা পঙ্কজের ভগ্নিপতিকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন আছেন তাঁর বোন সবিতা তেওয়ারি। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে তাঁর পরিবারে। অভিনেতার ভক্তরাও এই দুঃসংবাদে শোক প্রকাশ করেছেন। জাতীয় সড়কের উপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের প্রাথমিক অনুমান। সূত্রের খবর, বোনকে দেখতে ইতিমধ্যে ধানবাদের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী।

Related posts

Leave a Comment