ঝাড়সুগুদা, ২০ এপ্রিল: ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটল ওড়িশায়। গতকাল, শুক্রবার রাতে ঝাড়সুগুদার মহানদীতে এই নৌকাডুবিতে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার বয়স ৩৫ বছর। ঘটনায় এখনও পর্যন্ত সাতজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে তিন শিশুও রয়েছে।
পুলিশ সূত্রের খবর, গতকাল শুক্রবার মহানদীতে যখন এই দুর্ঘটনা ঘটে, তখন নৌকায় ৫০ জনের ওপর যাত্রী ছিলেন। এই ঘটনার পর প্রায় ৪০ জন যাত্রীকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং তিন শিশু সহ নিখোঁজ আরও সাত জনের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ঝাড়সুগুদার কালেক্টর কার্তিকেয় গোয়েল। তিনি বলেন, ‘ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। এছাড়া উপযুক্ত তল্লাশির জন্য ভুবনেশ্বর থেকে ডুবুরি আনা হচ্ছে। এখনও পর্যন্ত আমরা ৪৭ থেকে ৪৮ জন নৌকাযাত্রীকে উদ্ধারে সক্ষম হয়েছি। আজ রাতের মধ্যে তাঁদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে। ঘটনায় ৩৫ বছরের মৃত এক মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে চারজন মহিলা ও তিনটি শিশুও রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।’
previous post