অনেকেই টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে তাঁকে দেখতে চান না৷ হার্দিক পান্ডিয়াকে বাইরে রেখে বিশ্বকাপে দল বাছাইয়ের পরামর্শ দিয়েছেন৷ কারণও আছে৷ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চার ম্যাচের কোনটিতেই ব্যাটে সেভাবে সাফল্য পাননি হার্দিক৷ আবার তিনি বলও করছেন না৷ এবার আইপিএলের শুরুতে তিনি নতুন বল নিয়ে বোলিং শুরু করেছিলেন৷ বুমরাকে ব্যবহার করছিলেন তিন নম্বর বোলার হিসেবে৷ তবে শেষ ম্যাচে এক ওভারের বেশি হার্দিককে বল করতে দেখা য়ায়নি৷ তাঁর কি চোট আছে! না হলে কেন তিনি বল করছেন না৷ অলরাউন্ডার হিসেবে দলে থাকেন হার্দিক৷ সেই হার্দিক যদি বল না করেন তা হলে কেন তাঁকে দলে নেওয়া হবে৷ ভারতীয় দলের হয়ে ১৬টি টি২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন৷ সেই সময় রোহিত ও বিরাট টি২০ খেলছিলেন না৷ এখন ওঁরা দুজনে দলে চলে এসেছেন৷ তা হলে কি হার্দিককে বাইরে ভারতী দল এবার টি২০ বিশ্বকাপে খেলতে যাবে!
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন বলছেন, বিশ্বকাপ জিততে হলে দলে হার্দিককে দরকার৷ লোয়ার মিডল অর্ডারে ওর মতো একজন ক্রিকেটারকে দরকার৷ যে স্লগে বোলারদের মেরে রান তুলতে পারবে৷ আবার তিন নম্বর বোলার হিসেবে কাজ করে দিতে পারবে৷ তাই ওকে বাদ দিয়ে ভারতীয় দলের কথা ভাবাই যায় না৷