22 C
Kolkata
December 25, 2024
দেশ

মোহনবাগানের সমর্থকরা উদগ্রীব হয়ে রয়েছেন জয়ের উল্লাসে মেতে উঠবে

আইএসএল ফুটবলে নতুন নজির গড়তে চায় মোহনবাগান সুপার জায়ান্টস৷ সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ মেরুন ব্রিগেড মুম্বই সিটিএফসি-কে হারিয়ে লিগ শিল্ড জয়ের ঐতিহাসিক অধ্যায় রচনা করতে চায়৷ তারপরে মোহনবাগান ক্লাবে মুক্ত বাতাস বইতে শুরু করেছে৷ অসুস্থ কোচ হাবাস এখন পুরোপুরি সুস্থ৷ শনিবার দলের সঙ্গে যোগ দিতেই উজ্জীবিত ফুটবলাররা৷ কোচ হাবাস একটাই বার্তা দিয়েছেন মুম্বইকে হারিয়ে নতুন দিগন্তের সাক্ষী হতে পারি৷ জয় ছাড়া আর কোনও ভাবনা নয়৷ তবে সবুজ মেরুন ফুটবলারদের একটা জেদ লক্ষ্য করা গেছে৷ প্রত্যেকেই চাইছেন সেরা খেলা উপহার দিয়ে আশি হাজার দর্শকের সামনে জয়ের পতাকা উড়িয়ে দিতে৷ তাই শুভাশিস বসু, হেক্টর, মনবীর ও জেসন কামিন্সরা তৈরি রয়েছেন৷ দলের প্রধান ভরসা পেত্রাতোসকে নিয়ে নতুন করে কিছু বলার নেই৷ পেত্রাতোস গোল করবার জন্যে মুখিয়ে রয়েছেন৷ মুম্বই দল মোহনবাগান থেকে দু’পয়েন্টে এগিয়ে রয়েছে৷ তাই যুবভারতী ক্রীড়াঙ্গনে এই লড়াই হাড্ডাহাড্ডি জায়গায় পৌঁছে যাবে বলে বিশ্বাস মুম্বই ড্র করলেই বাজিমাত করবে৷ তাই মোহন বাগানকে সতর্ক থাকতে হবে জয়ের লক্ষ্যে পৌঁছাতে৷ তাই লড়াইটা বেশ কঠিন৷ খেলোয়াড়দের উৎসাহিত করার জন্যে সবুজ মেরুন জার্সি গায়ে বেশ কিছু ক্রিকেটার মাঠে থাকবেন৷
মোহনবাগানের সমর্থকরা উদগ্রীব হয়ে রয়েছেন জয়ের উল্লাসে মেতে উঠবে৷ সবুজ মেরুন আবিরে হোলি খেলায় সামিল হতে৷

Related posts

Leave a Comment