বনদফতরের জায়গার উপর দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল৷ কিন্ত্ত মাঝ পথেই কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় রেঞ্জ অফিস৷ রাস্তা তৈরির কাজ বন্ধ করাই ব্যাপক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ তাই এবার বাসিন্দারা রাস্তার দাবিতে লোকসভা ভোট বয়কটের ডাক দিয়েছেন৷ আর ভোট বয়কটের ডাক দিয়ে ইতিমধ্যে তারা এলাকায় পোস্টার সাঁটিয়েছে৷ যদিও বনদফতরের স্থানীয় রেঞ্জ অফিস কতৃপক্ষের বক্তব্য বনদফতরের জায়গার উপর দিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করা হলেও সংশ্লিষ্ট দফতর তাদের কাছ থেকে কোন অনুৃমতি নেয় নি৷ কিন্ত্ত রাস্তার কাজ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে৷ তাদের বক্তব্য এতদিনে তাদের রাস্তার দাবি মিটতে চলেছিল কিন্ত্ত সেই কাজও বন্ধ করে দেওয়া হল৷ ভোট বয়কটের ডাক দেওয়া পোস্টার গুলিতে লেখা আছে ‘আগে রাস্তা পরে ভোট’৷ এর সাথে শাল গাছ চুরির মতো ঘটনার প্রতিবাদ করা হয়েছে পোস্টারে৷ বিনপুর এক ব্লকের লালগড় গ্রামপঞ্চায়েতের অন্তর্গত চুনপাড়া থেকে দূর্লভপুর পর্যন্ত গ্রামের প্রায় সাড়ে তিনি কিমি মাটির রাস্তাটির পিচ করার কাজ লোকসভা নির্বাচনের আগেই শুরু হয়েছিল৷ ঝাড়গ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে স্টেট ফান্ডের আটাত্তর লক্ষ ১১ হাজার ৫১৪ টাকায় পিচ করার কাজ শুরু হয়৷ এই রাস্তাটি হলে ওই সব এলাকার মানুষ জন লালগড় সরকারি কলেজ, মডেল স্কুল, রাজকৃষ্ণ মিশন অতি সহজেই যেতে পারবেন৷ এছাড়া রাস্তাটি লালগড় ধরমপুর রাস্তার সাথে সংযোগ করে৷ ফলে গ্রামবাসীর অতি সহজেই লালগড় ব্লক সদরে আসতে পারবেন৷ ব্লক সদরে হাসপাতাল, বাজার সহ বিভিন্ন সরকারি দফতরে আসার পথ মসৃন হত৷ কিন্ত্ত গ্রামবাসীদের অভিযোগ কয়েক দিন আগেই লালগড় রেঞ্জ অফিসের পক্ষ থেকে রাস্তাটির কাজ বন্ধ করে দেওয়া হয়৷ চুনপাড়ার দিকে রাস্তাটির বেশ কিছুটা হলেও দূর্লভপুরের দিকে কাজ হয় নি৷ আর এইভাবে হঠাৎ করে বহু প্রতিক্ষিত রাস্তার কাজ বন্ধ করে দেওয়া ক্ষুব্ধ মানুষ জন৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দূর্লভপুর গ্রামে প্রায় বারোশো ভোটার রয়েছে৷ ওই গ্রামের মানুষ জন এবার রাস্তার কাজ বন্ধ হওয়ায় তার প্রতিবাদে ভোট বয়কটের পথে৷ ওই সব পোস্টার গুলিতে বলা হয়েছে ‘আগে রাস্তা পরে ভোট৷ লালগড় রেঞ্জার আমাদের গ্রামের রাস্তা বন্ধ করার প্রতিবাদে৷ আমরা দূর্লভপুর গ্রামবাসী বৃন্দ লোকসভা ভোট বয়কট করছি৷’ এছাড়া শাল গাছ কেন চুরি যাচ্ছে তার জবাব চাওয়া হয়েছে পোস্টারগুলিতে৷
এই বিষয়ে লালগড়ের রেঞ্জার লক্ষী কান্ত মাহাতো বলেন, ‘বনদফতরের জায়গার উপর দিয়ে রাস্তা হচ্ছে৷ অথচ যে দফতর ওই রাস্তা করছে তারা আমাদের কাছে কোন অনুমতি নেয় নি বা আমাদের জানায়নি৷ তাই রাস্তার কাজ বন্ধ করা হয়েছে৷’