21 C
Kolkata
December 24, 2024
কলকাতা

হলুদ ট্যাক্সির তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকা

সংবাদ কলকাতা — হাওড়ায় হলুদ ট্যাক্সির তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকা৷ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর বারোটা নাগাদ হাওড়ার গোলাবাডি় থানা সামনে নাকা তল্লাশি চলছিল৷ পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিলেন সেই তল্লাশিতে৷ ওই সময় একটি হলুদ ট্যাক্সি দেখে তাদের সন্দেহ হয়? পুলিশ তাঁদের কাছে প্রশ্ন করলে, দুজনেই বলেন বড়বাজারে গয়না কিনতে যাচ্ছিলেন তাঁরা৷ কিন্ত্ত টাকার উৎস গয়না নিয়ে প্রশ্ন করাতে তারা কোনও সদুত্তর দিতে পারেননি৷ ওই টাকার কোন বৈধ কাগজও তাঁদের কাছে ছিল না৷ এরপরেই পুলিশ দুজনকে আটক করে আয়কর দপ্তরে খবর দেয়৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই দুই যুবক উত্তর প্রদেশের বাসিন্দা৷ উত্তরপ্রদেশ থেকে তাঁরা একটি ট্রেনে চাপেন৷ সেখান থেকে চম্বলে এসে চম্বল এক্সপ্রেস ধরে বর্ধমান স্টেশনে নামেন৷ তারপর একটি লোকাল ট্রেনে করে কোন্নগর আসেন৷ সেখান থেকে আবার হলুদ ট্যাক্সি ভাড়া করে কলকাতার পথে রওনা দেন৷ আর হাওড়া সেতুতে ওঠার আগে গোলাবাডি় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ওই ট্যাক্সিটিকে আটকায়৷ এই ঘটনা প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানিয়েছেন, একই সঙ্গে গোলাবাডি় থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নাকা তল্লাশি চালাচ্ছিল৷ এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অবৈধভাবে এই টাকা নিয়ে আসা হয়েছে৷ ভোটের মুখে এত টাকা উদ্ধারের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কমিশনার৷ তিনি বলেন, ‘বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে হাজির করানো হলে তাঁদের বিরুদ্ধে আলাদা করে একটি এফআইআর দায়েরের অনুমতি চাইবে পুলিশ৷ কারণ, ভোটের সময় ওই টাকা কোথা থেকে আসছে, তা খতিয়ে দেখতে হবে৷’

Related posts

Leave a Comment