কেন্দ্রীয় সংস্থা ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’বা ‘সিইআরটি-ইন এর তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। কারণ এবার আইফোন-সহ অ্যাপলের একাধিক ডিভাইসে হ্যাকার হানার আশঙ্কা! তারা এও জানিয়েছেন যে , আইফোন, ম্যাকবুক, আইপ্যাড ও ভিশন প্রো হেডসেটে সমস্যা ধরা পড়েছে। যত তাড়াতড়ি সম্ভব প্রত্যেককে সিস্টেম আপডেট করে নিতে বলা হয়েছে। সেইসঙ্গে তারা এটাও পরামর্শ দিয়েছেন বিশ্বাসযোগ্য সোর্স থেকেই অ্যাপ ও সফ্টওয়্যার ডাউনলোড করার। ‘সিইআরটি-ইন’জানিয়েছে, ‘রিমোট কোড এগ্জিকিউশন’ধরা পড়েছে অ্যাপলের বিভিন্ন প্রোডাক্টে। তার জেরে হ্যাকাররা খুব সহজেই এই গ্যাজেটগুলির নিয়ন্ত্রণ পেতে পারে বলে মনে করা হচ্ছে।