নাকা চেকিংয়ের সময় উদ্ধার হল তরমুজ ভর্তি পিকআপ ভ্যানের ভিতরে কয়েক লক্ষ টাকার গাঁজা। যা দেখে পুলিশ ও অবাক হয়। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে ঘটনাটি ঘটে,পূর্ব মেদিনীপুরের এগরা থানার ওড়িশা সীমান্তের কাছে আলংগিরি এলাকায়। পুলিস গোপন সূত্রে, খবর পেয়ে তরমুজ বোঝাই গাড়িটিকে আটক করে। প্রাথমিক তদন্তের ফলে পুলিশের অনুমান, প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে গাঁজা এগরা দিয়ে পাচার করা হচ্ছিল। ধৃতের নাম আমজাদ মণ্ডল। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায়। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫১টি গাঁজার প্যাকেটে এক কুইন্টালেরও বেশি গাঁজা। যার বাজার মূল্য বর্তমানে কয়েক লক্ষ্য টাকা। গাঁজা পাচারে অভিযোগে গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
previous post