April 16, 2025
রাজ্য

ফুটন্ত জল ছোড়ার অভিযোগ কিশোরের বিরুদ্ধে

নাবালিকার গায়ে ফুটন্ত জল ছোড়ার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার, অর্থাৎ রং খেলার দিন ঘাটাবিলোদ গ্রামে। জানা গিয়েছে , ওই নাবালিকাটির নাম পায়েল তিওয়ারি। সে ঐদিন রং খেলে বাড়ি ফেরার সময় হাত মুখ ধোয়ার জন্য প্রতিবেশী ফয়জানের কাছে জল চায়। ফয়জান তখন ফুটন্ত জল এনে পায়েলের দিকে ছুড়ে দেয়। পায়েল এই ঘটনার বয়ান দিয়েছে পুলিশকে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার যথাযথ তদন্ত শুরু হয়েছে। এর পিছনে কোনো পারিবারিক শত্রুতা আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

Leave a Comment