23 C
Kolkata
April 19, 2025
দেশ

প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বুথেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

কোচবিহার জেলায় সব থেকে বেশি ও কম সংখ্যক ভোটারের বুথ দিনহাটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে। দিনহাটা বিধানসভার ১৪৯ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৭৭ জন ও মহিলা ভোটারের সংখ্যা ৭১৮। পাশাপাশি দিনহাটা বিধানসভা কেন্দ্রের ৩০৩ বুথে মোট ভোটারের সংখ্যা মাত্র ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২৮ জন ও মহিলা ভোটার ১২৪ জন। জেলায় মোট বুথ রয়েছে ২৫৩৭টি। তার মধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে মোট বুথের সংখ্যা ২০৪৩টি। কোচবিহারে এই বিপুল সংখ্যক বুথের জন্য
পর্যাপ্ত আলো ,জল ও উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা তৈরি করলেও , কোচবিহার জেলায় এই ৯ বুথে কোনো বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীবেষ্টিত বা কিছুটা প্রত্যন্ত এলাকায় অবস্থিত ওই ন’টি বুথেই ভোটের দিন জেনারেটর দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হবে। সেই সমস্ত বুথ গুলি হল দিনহাটা-১ ব্লকের জারি ধরলা ফ্লাড রেসকিউ সেন্টারের দু’টি, তুফানগঞ্জ-২ ব্লকের পাঁচটি ও তুফানগঞ্জ-১ ব্লকের দু’টি। কোচবিহার জেলায় সেরকম কোনো দুর্গম পথ নেই যার কারনে ভোট কর্মীদেরকে দীর্ঘ পথ হেঁটে ভোট দিতে যেতে হবে। এমনকি নদীপথ দিয়ে যাওয়ার জন্য সুৱস্থা রয়েছে। কিছু কিছু জায়গায় ভোটকর্মীদেরকে সরাসরি নদীপথ দিয়ে না গিয়ে ঘুরপথে বুথে পাঠানোর ব্যবস্থা করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, সমস্ত বুথেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে।

Related posts

Leave a Comment