মোট ১৪ জন প্রার্থী বৈধভাবে তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রে। মোট সাতজন স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। পুলিশ সূত্রে জানাগিয়েছে , তৃণমূল কংগ্রেসের , জগদীশচন্দ্র বসুনিয়া, বিজেপির নিশীথ প্রামাণিক, ফরওয়ার্ড ব্লকের নীতীশচন্দ্র রায় এবং কংগ্রেসের পিয়া রায় চৌধুরী মনোনয়ন দিয়েছেন। এছাড়াও বহুজন সমাজ পার্টির পূর্ণমোহন রায়, সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া (কমিউনিস্ট)-র দিলীপচন্দ্র বর্মন ও কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-র প্রদীপকুমার রায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সাতজন নির্দল প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন নবী বর্মন, কিশোর রায়,সুবোধ বর্মন,কমলেশ বর্মন,অমল দাস, বিধান দাস ও হরেকৃষ্ণ সরকার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।