24 C
Kolkata
April 17, 2025
রাজ্য

বর্ধমান শহরের দুনম্বর শাখারী পুকুরের জল থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ।

শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ বর্ধমান শহরের দু-নম্বর শাখারী পুকুর এলাকায় উদ্ধার হলো পুকুরের জল থেকে এক মানুষিক বিকার গ্ৰস্থ মহিলার মৃতদেহ।ঘঠনায় চাঞ্চল‍্য এলাকায়।ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।মৃত মহিলার নাম ছায়া রানি দাস,মৃত মহিলার বাড়ি দুনম্বর শাখারী পুকুর এলাকায়।পরিবার সূত্রে জানা যায়,প্রতিদিনির মতো বাড়ির লোক সকালবেলা কাজে যাওয়ার জন‍্য ঘর থেকে বেরানোর সময় দেখে বাড়ির সদর দরজা খোলা,তারপরেই ভেতরে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে বাড়ির লোক,।,আর তারপরেই বাড়ির পিছনে একটি পুকুরে জলে ভাসতে দেখে ওই মহিলার দেহ,তরিঘরি বর্ধমান সদর থানায় খবর দেওয়া হলে সদর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।কি কারনে মৃত্যু হলো ওই মহিলার সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

Related posts

Leave a Comment