মালদহ, ২৭ মার্চ: বিগত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন উত্তর মালদহের বিদায়ী সাংসদ খগেন মুর্মু। আজ বুধবার পুরাতন মালদহের সাহাপুর ছাতিয়ান মোড়ের বিজেপির দলীয় কার্যালয়ে এবিষয়ে শ্বেতপত্র প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, আগামী দিনে উত্তর মালদহে তিন লক্ষ শ্বেতপত্র বিলি করতে চলেছেন বিজেপির এই সাংসদ। লিফলেট আকারে শ্বেতপত্র বিলি করবেন তিনি।
খগেন আরও বলেন, আমাদের লক্ষ্য জনসেবা করা। সেইমতো কাজ করে চলেছি। প্রধান কাজগুলির মধ্যে অন্যতম দক্ষিণ ভারতে যাওয়ার ট্রেন চালু করা হয়েছে। তাছাড়া জেলার বহু স্টেশন এখন অমৃত ভারত প্রকল্পের আওতায়। সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় বিভিন্ন খাতে সোলার লাইট লাগানো হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে বাতিস্তম্ভ। এছাড়া আরও বিভিন্ন কাজ করেছি।
তিনি বলেন, পাঁচবছর আগে বিজেপি আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল। মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আমি সাংসদ হিসেবে এলাকার অনেক উন্নয়ন করেছি। সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরেছি। এদিন খগেন নিজেকে ভূমিপুত্র বলে দাবি করেন। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়কে তিনি বহিরাগত বলে দাবি করেন। তবে ঘাসফুল শিবিরও বিজেপি সাংসদ ও প্রার্থীকে পাল্টা আক্রমণের পথে হাঁটে।
previous post