সংবাদ কলকাতা, ২৪ মার্চ: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা এলাকায় লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠক নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। প্রচারে খামতি রাখতে চাইছে না শাসক থেকে বিরোধী। তেমনি জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারীর ভোট প্রচারের রণকৌশল সাজাতে বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে কর্মী বৈঠকের আয়োজন করেন রবিবার সকালে। বিজেপির দাবি, সেই বৈঠকের কথা জানতে পারে তৃণমূল নেতৃত্ব। তারপর তারা সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে এলোপাথাড়ি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করতে থাকে।
ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে জ্ঞান হারান সাত জন। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার জন্য এমনই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। গুরুতর জখম অবস্থায় তাদেরকে জীবনতলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভোট প্রচারের সময় নিজেরা নিজেরা মারধর করেছে। এতে তৃণমূলের কোনও যোগ নেই। জয়নগর জেলার সাধারণ সম্পাদক বিকাশ সরদার বলেন, তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা, গুন্ডা বাহিনী দিয়ে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করেছে। তাদেরকে ভয় দেখাচ্ছে। এইসব করে কোনও লাভ নেই। তাদের পায়ের তলা মাটি সরে গিয়েছে। যত বিজেপি কর্মীদের আঘাত আনবে, ততই মানুষ বিজেপি কর্মীদের পাশে থাকবে।