সংবাদ কলকাতা, ২০ মার্চ: মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ফলে বাংলা সিরিয়ালের ‘গোরা’কে নিয়ে চিন্তিত তাঁর অগুনতি ভক্তরা। পাশাপাশি, চিন্তিত টলিপাড়াও।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছিল অভিনেতার। চিকিৎসকরা দ্রুত তাঁকে পেসমেকার বসানোর পরামর্শ দেন। সেই নির্দেশ মতো বুধবার সন্ধ্যায় বাইবাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমনটাই সূত্রের খবর।
জানা যায়, মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সব্যসাচী। শনিবার রাতে ধুমধাম করে নাতি ধীরের জন্মদিন পালন করেছেন তিনি। হঠাৎ হলটা কি ফেলুদার? চিন্তায় ঘুম উড়েছে তাঁর ভক্তদের। অবশেষে তাঁর স্বাস্থ্য নিয়ে খবর সামনে এল। যদিও পরিবারের তরফে বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্য নিয়ে কিছু প্রকাশ্যে আনা হয়নি। বেশি কিছু বলতে নারাজ স্ত্রী মিঠু চক্রবর্তী। তবে হাসপাতালে ভর্তির খবর স্বীকার করে নিয়েছেন।