ঘাটাল: তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পরেই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক(দেব) অধিকারীর নামে পাঁশকুড়া পশ্চিম এ দেওয়াল লেখন! আর দেওয়াল লেখনের এর মধ্য দিয়ে পাঁশকুড়ায় ভোট প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা! ঘাটাল লোকসভা কেন্দ্র পড়েছে পাঁশকুড়া বিধানসভা এলাকায় পশ্চিম পাঁশকুড়া বিধানসভার মুড়াইলে তৃণমূল নেতা মুফলেশুর দত্তের নেতৃত্বে দেওয়াল লিখন করেন কর্মী সমর্থকরা।
previous post