বিষ্ণুপুর থানার অন্তর্গত চক এনায়েত নগরের বাসিন্দারা গতমাসের ২৮ এ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে অ্যামোনিয়া গ্যাসের ইনসুলিনের জন্য কাজে যায় চারজন তাদের নাম কুতুবউদ্দিন শেখ, সিরাজ শেখ ,ফুরকান শেখ, ইনসান শেখ ব্যক্তিরা। গতকাল তাদের বাড়িতে খবর আসে যে অ্যামোনিয়া গ্যাসের পাইপ লিক করে মৃত্যু হয় কুতুবউদ্দিন শেখের। সিরাজ শেখ, ফুরকান শেখ ,ও ইনসাফ শেখ তারা গুরুতরভাবে আহত হয়েছে। মৃত কুতুবুদ্দিন শেখের বাড়ি উপার্জনের একমাত্র ভরসা ছিল। এক ছেলে এক মেয়ে স্ত্রীকে নিয়ে সংসার এইভাবে মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবারসহ গোটা এলাকার মানুষজন । কুতুবউদ্দিন শেখের আত্মীয়-স্বজনদের বক্তব্য যে এই রাজ্যে বা এই জেলায় যদি কাজ থাকতো তাহলে ভিন রাজ্যে বা ভিন জেলায় কাজে গিয়ে এইভাবে মৃত্যু হতো না এই রাজ্যের মানুষজনের বা এই জেলার মানুষজনদের পরিযায়ী শ্রমিক হিসাবে। কাজ নেই পেটের টানে ভিন রাজ্যে বা ভিন জেলায় ছুটতে হয় এই এলাকার মানুষজনদেরকে। পরিবারের লোকজন থেকে শুরু করে একটাই দাবি প্রশাসন সাহায্যের ।
previous post