23 C
Kolkata
December 26, 2024
জেলা

ভীমপুর রাধারানী আদর্শ বিদ্যামন্দিরে হয়ে গেল বিজ্ঞান মেলা

মিলন খামারিয়া, কৃষ্ণনগর, ৫ই মার্চ : নদীয়া জেলার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের অন্তর্গত ভীমপুরের ‘রাধারাণী আদর্শ বিদ্যামন্দির’-এর পক্ষ থেকে গত ২ থেকে ৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হল ‘বিজ্ঞান মেলা’। দীর্ঘ ২২ বছর ধরে এই বিজ্ঞান মেলা হয়ে আসছে মূলত প্রিন্সিপাল দিলীপ মন্ডল-এর উদ্যোগে। এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন বিখ্যাত বৈজ্ঞানিক স্নেহাসিক্তা স্বর্ণকার। পাশাপাশি এই মেলায় বিশেষভাবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী।

এই মেলায় ছিল ছোটো ছোটো কচিকাচাদের অঙ্কন প্রতিযোগিতা। সঙ্গীত-নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল এই মেলায়।মেলার পূর্বে গত ১ তারিখে এখানে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। পাশাপাশি এলাকার বিভিন্ন গ্রামের গরিব মহিলাদের শাড়ি দেওয়া হয় মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে। যে সমস্ত আমন্ত্রিত অতিথিরা এই মেলায় উপস্থিত ছিলেন তাদেরকে রাধারানী আদর্শ বিদ্যামন্দিরে পক্ষ থেকে বই ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

এই মেলায় ভীমপুর সহ আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এসেছে ও তাদের বিভিন্ন প্রদর্শনীও তুলে ধরেছে। এই মেলায় বিজ্ঞানের বিভিন্ন প্রকারের মডেল নিয়ে আসা হয় – চন্দ্রযান,পেরিস্কোপ,স্যাটেলাইট,ড্রোন ইত্যাদি।

বিজ্ঞান মেলার ফলে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হয়েছে তেমনি এলাকার মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার ভাব ফুটে উঠেছে।এদিন এই মেলা দেখতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা যেমন উপস্থিত ছিলেন তেমনি রাধারানী আদর্শ বিদ্যামন্দিরের স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই মেলা সম্পর্কে দিলীপবাবু বলেন,” বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চেতনা বাড়ছে। এই মেলায় আশেপাশের ৩০ টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখান থেকে উৎসাহিত হয়েই একদিন শিক্ষার্থীদের কেউ কেউ বিজ্ঞানী হবে বলে আমি আশাবাদী।”

Related posts

Leave a Comment