আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মোট ৪২ টি সিটের মধ্যে ২০ টি সিটের নাম ঘোষণা করা হয় বিজেপির দিল্লি মুখ্য দপ্তর থেকে। আর সেই ঘোষণায় দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর লোকসভা কেন্দ্রে ডাক্তার অশোক কান্ডারীর নাম ঘোষণা হওয়ায় খুশি বিজেপি সমর্থকরা। নাম ঘোষণার পর জয়নগর কার্যকরী অফিসে ফুলের মালা দিয়ে মিষ্টি খাইয়ে বরণ করা হয়। ডাক্তার অশোক কান্ডারীকে।
উল্লেখ্য এই জয়নগর লোকসভা কেন্দ্রে গতবার শাসক দলের সাংসদ প্রতিমা মন্ডল অশোক কান্ডারীকে প্রায় তিন লক্ষ ভোটে পরাজিত করেছিল। তবে এবার জেতার ব্যাপারে আশাবাদী অশোক কান্ডারী।
previous post