27 C
Kolkata
August 1, 2025
দেশ

লিভ ইন পার্টনারের হাতে খুন ১ যুবক

দমদমের মধুগড় এলাকায় দুই যুবক যুবতী লিভ ইন করতো। তাদের এই এক সঙ্গে থাকা প্রায় গত দেড় বছর ধরে। অথচ লিভ ইন পার্টনারের হাতেই খুন হল যুবকটি। পুলিস সূত্রে খবর, মৃতের নাম স্বার্থক দাস। বয়স ৩০। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করছে পুলিশ। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তাকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হবে খবর ।

Related posts

Leave a Comment