মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে তিনবার আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে বাংলায় একাধিক জনসভা করার পরিকল্পনা নিয়েছেন তিনি। আজ, শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছে যে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগে আগামী ১ মার্চ হুগলির আরামবাগে ও ২ তারিখ নদীয়ার কৃষ্ণনগরে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। এবং তারপর আগামী ৬ মার্চ বারাসতে জনসভাও করার কথা আছে মোদির। আরামবাগ ও কৃষ্ণনগরে জনসভার পাশাপাশি কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধনও করতে পারেন তিনি।