মালদা, ১৮ ফেব্রুয়ারী: রেশনে ইঁদুরের মল ও পোকা যুক্ত চাল দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অতি নিম্ন মানের চালের পাশাপাশি রেশনের আটা কম পরিমান দেওয়ার অভিযোগ মালদার মানিকচক ব্লকের জালালপুর এলাকার রেশন ডিলার নির্মল কুমার সিংহের বিরুদ্ধে। রবিবার উক্ত ঘটনার জেরে রীতিমতো রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার রেশন গ্রাহকরা। স্থানীয় সূত্রের খবর, প্রায়ই নিম্ন মানের রেশন সামগ্রী দিয়ে থাকেন রেশন ডিলার নির্মল কুমার সিংহ। এবারে ইঁদুরের মল যুক্ত এবং পোকাধরা নিম্নমানের চাল দিতেই গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন।
একজন রেশন গ্রাহক আওকাত আলীর অভিযোগ, ‘ইঁদুরের মল যুক্ত ও পোকাধরা চাল দিচ্ছে। আটার পরিমানে কম দিচ্ছে। সময় মত কখনোই রেশন দেই না। তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি। আমরা চাই রেশনে ভালো চাল দেওয়া হোক।’
অপর এক রেশন গ্রাহক মরতজ আলীর বক্তব্য, ‘ সমস্ত ডিলার মাসের এক থেকে আট তারিখের মধ্যেই রেশন সামগ্রী দিয়ে দেন। কিন্তু আমাদের ডিলার নির্মল সিংহ মাসের শেষ সপ্তাহে রেশন সামগ্রী দেয়। ফলে প্রতি মাসে অনেকেই রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত থাকে। যেমন আমি অনেকবার রেশন পাইনি। আজকে পোকাধরা, ইঁদুরের মল যুক্ত ও থোকাথোকা নিম্ন মানের চাল দিচ্ছে। আমাদের দাবি প্রশাসন যত দ্রুত সম্ভব সঠিক ব্যবস্থা গ্রহণ করুক।’