কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এবার থেকে এআই-এর মাধ্যমে ছোট ভিডিও তৈরি করা সম্ভব হবে। এমনই এক এআই টুল তৈরি করেছে চ্যাট জিপিটি। নতুন এই এআই মডেলের নাম দেওয়া হয়েছে সোরা। গ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি ও অন্যান্য নানা ধরণের ছবি তৈরি করতে অনেকেই এখন এআইকে এআইকে ব্যবহার করছেন। ছবি বানানোর মতোই এই টুলে নির্দেশ লিখে দিতে হবে ব্যবহারকারীদের। নির্দেশে উল্লেখিত বর্ণনা মতোই সর্বাধিক এক মিনিট দৈর্ঘ্যের ছোট ভিডিও তৈরি করে দেবে এআই। স্বভাবতই কন্টেট ক্রিয়েটররা এর ফলে খুবই উপকৃত হবেন।
previous post