সংবাদ কলকাতা: সন্দেশখালিতে জনরোষে উস্কানির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। রবিবার বংশদ্রোণীর ভাড়া বাড়ি থেকে প্রথমে তাঁকে আটক করা হয়। এরপর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে তাঁকে বসিরহাট থানায় নিয়ে আসা হয়। আদালত তাঁকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় রবিবার সকাল থেকে বংশদ্রোণী থানায় বিক্ষোভ দেখায় সিপিএম কর্মী ও সমর্থকরা। থানায় হাজির হন বিকাশরঞ্জন ভট্টাচার্য, মোঃ সেলিম, সৃজন ভট্টাচার্যরা। এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের প্রতিটি থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন মোহাম্মদ সেলিম।
previous post