শালবনী: শালবনীর কর্ণগড় অঞ্চলের মোহনপুর গ্রামে বিজেপির সক্রিয় কার্যকর্তা মিঠুন খামরুইকে গত মঙ্গলবার তৃণমূলের দুষ্কৃতীরা নৃশংসভাবে খুন করে। মিঠুনের পুরো পরিবার সক্রিয় বিজেপির সমর্থক। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মিঠুনের মা গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর নির্বাচন পরবর্তী হিংসায় তাঁর ঘর ভাঙচুর করা হয়। দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন মিঠুন। 
শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাঁকে খুন হতে হল। মঙ্গলবার মিঠুন খামরুই-এর বাবা থানায় এফআইআর করার পর এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করা তো দূরের কথা, প্রাথমিক তদন্তটুকুও শুরু করেনি বলে অভিযোগ।
গতকাল বুধবার, মোহনপুর গ্রামে নিহত বিজেপি কার্যকর্তা মিঠুন খামরুই-এর বাড়িতে ওনার শোকার্ত পরিবারের সাথে দেখা করে প্রান্তিক পরিবারটির হাতে দলের পক্ষ থেকে সামান্য আর্থিক সাহায্য তুলে দিয়ে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
							previous post
						
						
					
