23 C
Kolkata
April 19, 2025
রাজ্য

রাজ্যে ডিমের জোগানে নতুন উদ্যোগ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের

মালদা: রাজ্য সরকারের বড় উদ্যোগ। বাইরের রাজ্য থেকে ডিমের আমদানির পরিমাণ কমবে। ডিমের যোগান বাড়াতে মালদহে নতুন উদ্যোগ রাজ্য প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের। এবার থেকে মালদহে বছরে ৯ কোটি ২৮ লক্ষ ডিম উৎপাদন হবে। এজন্য মালদহে প্রায় ৪০ কোটি টাকা খরচে তৈরি করা হল কমার্সিয়াল পোল্ট্রি ফার্ম। আগামী মাস থেকে শুরু হবে উৎপাদন প্রক্রিয়া। মালদহের এই পোল্ট্রি ফার্মে তিন লক্ষ মুরগি রাখার ব্যবস্থা হচ্ছে। দৈনিক ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে দুই লক্ষ ৭০ হাজার। ইতিমধ্যেই পোল্ট্রি ফার্ম তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রথম দফায় এই ফার্মে এক লক্ষ মুরগি ছানা আনা হবে। জুন মাস থেকে শুরু হবে নিয়মিত উৎপাদন। মালদহ ছাড়াও আশেপাশের জেলা এবং রাজ্যের বিভিন্ন অংশে মালদহ পোল্ট্রি ফার্মের থেকে ডিম পৌঁছবে। এদিন এই ফার্মের কাজ খতিয়ে দেখেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ।

Related posts

Leave a Comment