সিউড়ী ১৪ জানুয়ারি: ভারতের লোকসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়ে গেল বীরভূম থেকে। ১০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ৮ দফায় হবে এই ভোট। তবে এই নির্বাচন ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু কে করে দিল দেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা? এই ঘোষণা করেছে বিজেপি নেতা সুজিত দাস। বিজেপি নেতার এই মন্তব্যের জন্য জাতীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে TMC ও বামফ্রন্ট ।
নির্বাচন কমিশন লোকসভা ভোটের সম্ভাব্য দিন ঘোষণার আগেই বিজেপি নেতা সুজিত দাস কিভাবে ভোটের দিন ঘোষণা করলেন এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শনিবার সিউড়ির জেলা বিজেপির কার্যালয়ে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বৈঠকের আয়োজন করা হয়। আর সেখানেই বিজেপি নেতা সুজিত দাস কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমি যতটুকু খবর পেয়েছি, আগামী ১০ এপ্রিল থেকে ১৫ মের মধ্যে লোকসভা নির্বাচন হবে। মোট আট দফায় এই নির্বাচন হবে। প্রতিটি দফার নির্বাচনে রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচনের দিন থাকবে। তবে দু একদিনের হেরফেরও হতে পারে। ‘
অর্থাৎ নির্বাচন কমিশনের ঘোষণার আগেই একপ্রকার নির্বাচনের দিন ঘোষণা করে দিলেন বিজেপি নেতা । আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মূলত এই ঘটনাকে হাতিয়ার করেই তৃণমূল বলছে, “কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে বিজেপির সঙ্গে আঁতাত করেই ভোট করে, তা আবারও প্রমাণিত হল।”