21 C
Kolkata
December 25, 2024
দেশ

রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন মর্গের মহিলা কর্মী

নিউ দিল্লি, ১৪ জানুয়ারি: রাম মন্দিরের উদ্বোধনে যে ছ্যুৎ মার্গ বর্জন করা হবে, তার আগাম আভাস দিল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। আমন্ত্রণ জানানো হয়েছে মর্গের এক মহিলা কর্মীকে। রামমন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। এযাবৎ প্রায় ৭০০টির বেশি ময়না তদন্ত করা ওই মহিলার নাম সন্তোষী দুর্গা। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা।

তিনি রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার আমন্ত্রণ পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। বলেন, সারাজীবন মর্গের লাশ কেটে ময়নাতদন্তে সহযোগিতা করে এসেছি। আমি জীবনে এতো বড় সম্মান পাব, এটা ভাবতেই পারিনি। আমার মতো সমাজে অছ্যুৎ একজন ব্যক্তি যে এরকম একটা মহান যজ্ঞে অংশগ্রহণ করার সুযোগ পেতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল।

প্রসঙ্গত রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা থেকে শুরু করে রাষ্ট্রদূত, সেলিব্রিটি, দেশের শিল্পপতি, রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এবার সেই তালিকায় মর্গের এক কর্মীকে যুক্ত করে বড় চমক দিল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সমাজের দলিতদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।

Related posts

Leave a Comment