30 C
Kolkata
August 3, 2025
দেশ

জমির বিনিময়ে চাকরি মামলায় রাবড়ি দেবীর বিরুদ্ধে চার্জশিট দিল ইডি

পাটনা, ৯ জানুয়ারি: জমির বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় চার্জশিট পেশ করল ইডি। ফের বিপাকে লালুপ্রসাদ যাদবের পরিবার। নাম জড়াল লালু পত্নী রাবড়ি দেবী ও তাঁর দুই মেয়ে মিশা ও হিমা যাদব। দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে মঙ্গলবার মোট ৪ হাজার ৭৫১ পাতার চার্জশিট পেশ করেছে ইডি। আগামী ১৬ জানুয়ারি মামলাটির শুনানি। চার্জশিটে নাম রয়েছে লালুর পরিবারের দুই ঘনিষ্ঠ ব্যবসায়ী। ওই দুই ব্যবসায়ীর নাম অমিত কাত্যাল এবং হৃদয়ানন্দ চৌধুরী। দুই মাস আগে অমিত কাত্যালকে গ্রেপ্তার করেছে ইডি।

এছাড়াও দুটি বেসরকারি কোম্পানির নাম এই চার্জশিটে রয়েছে। একটি ই-কপি বানিয়ে সেই চার্জশিট ইডিকে জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত রেলমন্ত্রী থাকার সময় লালু জমির বিনিময়ে রেলের বিভিন্ন জোনে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ।

Related posts

Leave a Comment