31 C
Kolkata
August 2, 2025
রাজ্য

জমি মামলায় অমর্ত্য সেন মিথ্যাচার করেছেন: বিশ্বভারতীর আইনজীবী

বীরভূম, সিউড়ি: বদল হয়েছে উপাচার্যের, কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর ৷ প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষাতেই অমর্ত্য সেনকে আক্রমণ বিশ্বভারতীর আইনজীবীর। গত শনিবার সিউড়ি আদালতে বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিবাদের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন, পুরো মামলা জুড়েই মিথ্যাচার করেছেন অমর্ত্য সেন।

ভারতের উন্নয়নের ক্ষেত্রে কোনও অবদান নেই তাঁর। বিশ্বভারতীতে একদিন ক্লাসও নেননি তিনি। অথচ দেশের নাম যিনি বিশ্বের দরবারে নিয়ে গেলেন সেই কবিগুরুর জমিকেই হাতাতে চাইছেন অমর্ত্য সেন৷ উনি যদি মনে করেন গুরুদেবের জমি নেবেন তাহলে সেটা ওনার নির্লজ্জতা ও অসভ্যতার পরিচয়। অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস।

Related posts

Leave a Comment