21 C
Kolkata
December 24, 2024
দেশ

মাধ্যমিক পাশেই ব্যাঙ্কে চাকরি

নতুন দিল্লি: ব্যাঙ্কে চাকরির জন্য দারুণ খবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৪৮৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। সাফাইকর্মী হিসাবে প্রায় ৫০০ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৯ জানুয়ারি, ২০২৪।

শিক্ষাগত যোগ্যতা : এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। আবেদন করার ন্যূনতম বয়স ১৮ ও সর্বোচ্চ বয়স ২৬। তবে সংরক্ষিত শ্রেণির জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

আবেদন ফি: এই পদে আবেদন করার জন্য ফি জমা দিতে হবে ৮৫০ টাকা। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও অবসরপ্রাপ্তদের মাত্র ১৭৫ টাকা আবেদন ফি জমা দিলেই হবে।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা, আঞ্চলিক ভাষা পরীক্ষা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

Related posts

Leave a Comment