December 27, 2024
কলকাতা

কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস অনুষ্ঠানের ২য় দিন

সংবাদ কলকাতা: ১৯৭১সালে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর কাছে পাকিস্তান সেনা।বাংলাদেশের মাটিতে ৯৩ হাজার পাক সেনার আত্মসমর্পণ ও বাংলাদেশের স্বাধীনতার এই বিশেষ দিনটিকে বিজয় দিবস হিসাবে পালন করা হয়।এদিন কলকাতার ফোর্ট উইলিয়ামে এই বিজয় দিবস পালন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সম্মিলিত বাহিনীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান পালন করা হয়।বর্তমান ও প্রাক্তন সেনা আধিকারিক থেকে কলকাতার পুলিশ কমিশনার একে একে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এই অনুষ্ঠানে বাংলাদশের ৩১ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি রানাপ্রতাপ কলিতা বলেন, এই বিজয় দিবস পালনের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে এই বিজয় দিবস পালন অতি গুরুত্বপূর্ণ।

Related posts

Leave a Comment