নিজস্ব সংবাদদাতা, বারাসত: অশোকনগরের গুমা এলাকা থেকে শাহজাহান মন্ডলকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া দুটি টোটো। এই ঘটনার পর অশোকনগর থানায় নিয়ে এসে শাহজাহানকে জেরা করা হয়। তখন পুলিশ জানতে পারে, মূল পান্ডার নাম। এরপর অভিযান শুরু করে অশোকনগর থানার পুলিশ। মূল পান্ডা সৌরভ মন্ডলকে গ্রেপ্তার করে অশোকনগর থানা। তাঁর বাড়ি স্বরূপনগর এলাকায়। তাঁর সঙ্গে আরেক পান্ডাকেও পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা জেরায় স্বীকার করে, দমদম থেকে চুরি করে নিয়ে আসা হয়েছিল এই টোটোগুলি। অশোকনগর থানার পক্ষ থেকে এই তিনজন চোরকে বারাসত আদালতে পাঠানো হয়। পুলিশের পক্ষ থেকে সাত দিনের পিসি রিমান্ড চাওয়া হয়।
previous post